বাদী কোন রকম কাজকর্ম না করিয়া সংসার চালাতে অক্ষম হওয়াই এবং স্ত্রী অযথা রাগ করিয়া স্বামীর অবর্তমানে পিত্রালয়ে বারবার চলে যাওয়াই সংশ্লিষ্ট মহিলা মেম্বারের জবানবন্দিতে বাদী ও বিবাদী উভয়েই দোষী প্রমানিত হয়।
উভয়ের দোষ প্রমানীত হওয়ায় ও তাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে উভয়কে সংশোধন করার জন্য পারিবারিক সমঝোতায় থাকতে বলা হয় এবং আর কোন গন্ডগোল করবেনা এই মর্মে অঙ্গীকার নামাই স্বাক্ষর নেওয়া হয়।