ভাষা ও সাংস্কৃতিতে পাজিয়ার সুনাম রয়েছে দীর্ঘদিন ধরে। এক কথায় পাজিয়া হলো ক্রীড়া ও সংস্কৃতির চারণর্ভমি। কালেকালে এখানে বহু কবি সাহিত্যকের জন্ম হয়েছে যারা বহু সুনাম বয়ে এনেছে এই ইউনিয়নের জন্য। পাকিস্তান শাসন আমলে নায়ক ধীরাজ ভট্ট্রাচার্য বাংলায় অনেক ছবি করে গেছেন।
উল্যেখ্য পাজিয়ার মানুষের ভাষা অত্যান্ত মিষ্টি ও সহজ। এখানকার মানুষ অত্যান্ত প্রন্জলতা ভাষায় কথা ও সংস্কৃতি চর্চা করেন। যার কারনে যে কোন অঞ্চলের মানুষকে অত্যান্ত সহজে আপন করে নিতে পারে।